স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে কথা বলার মতো কিছু নেই বলে জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ভারতের মূল দলের পাশাপাশি ‘এ’ দলকেও সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
পাশাপাশি এশিয়া কাপে ভারতের প্রতিদ্বন্দ্বি আফ্রিকা থেকে নিয়ে আসারও পরামর্শ দিয়েছেন অশ্বিন। জানিয়েছেন, ভারতের সাথে লড়াই করার মতো কেউ নেই এশিয়াতে। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এসে আফ্রো-এশিয়া কাপ নাম দেওয়া উচিত টুর্নামেন্টের।
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন ভারতের সাবেক এই কিংবদন্তী স্পিনার। এক পর্যায়ে বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, “আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এই দলগুলি ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে?”
প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকা ও ভারত ‘এ’ দলকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়ে অশ্বিন বলেন, “তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো-এশিয়া কাপে রূপ দিতে পারে। এখন যে অবস্থায় আছে, তাদের উচিত ভারত ‘এ’ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।”
সংয়ূক্ত আরব-আমিরাতে চলছে এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেয়েছে দলটি। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব-আমিরাত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































