নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ বাংলাদেশ বনাম ভারত। নানান কারণে ক্রিকেটে অন্যতম ‘রাইভালারি’ এখন দুই দলের লড়াই। পুরুষ কিংবা নারী, যেকোনো দল, যেকোনো ফরম্যাটেই দুই দলের লড়াইকে আলাদা মাত্রায় চলে গেছে।
বিশেষ করে আইসিসি কিংবা এসিসির মতো বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে উত্তেজনা বাড়ে ভারত-বাংলাদেশ লড়াইয়ে। এবার আরও একটি ভারত-বাংলাদেশ লড়াই। আর সেটা নারীদের ইমার্জিং এশিয়া কাপে। হংকংয়ে চলছে প্রথমবারের মতো নারীদের ইমার্জিং এশিয়া কাপ।
এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। আগামীকাল ২১ জুন, বুধবার অনুষ্ঠিত হবে সেই ফাইনাল। কাঙ্খিত ফাইনালে যে জিতবে, সেই দল প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরের তুলবে।
এর আগে গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল ভারত। এই গ্রুপে ভারত এবং পাকিস্তান দুই দলের সমান ৪ পয়েন্ট থাকলেও, রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। আসরের প্রথম সেমি ফাইনালে দলটির প্রতিপক্ষ ছিল ‘বি’ গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। এমনকি রিজার্ভ ডে’তেও সম্ভব হয়নি। যার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা নিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।
আর ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল বাংলাদেশ। এখানেও শ্রীলঙ্কার সাথে সমান ৪ পয়েন্ট থাকলেও, রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে নাম লেখায় টাইগ্রেসরা। সেমি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ‘এ’ গ্রুপ রানার্স আপ পাকিস্তান। কিন্তু, বৃষ্টি বাঁধায় নির্ধারিত দিনে খেলা সম্ভব হয়নি। রিজার্ভ ডে’তে খেলা গড়ালেও, মাত্র ৯ ওভারের ম্যাচ হয়। আর সেখানে ৬ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলার মেয়েরা।
এবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে এশিয়া কাপের নারীদের মূল আসরে একবার ফাইনাল হয়েছিল বাংলাদেশ ও ভারতের। মালয়েশিয়ায় হওয়া সেই ২০১৮ সালে নারী এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ দল। এবার নারীদের ইমার্জিং কাপেও একই ফলাফলের পুনরাবৃত্তি হবে, সেই আশায় দেশের ক্রিকেট সমর্থকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post