স্পোর্টস ডেস্কঃ গোলরক্ষক আন্দ্রে ওনানা নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রাতে শেষ দিকে পেনাল্টি সেভ দিয়ে নায়ক তিনি। কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। ‘এ’ গ্রুপের ম্যাচে কোপেনহেগেনকে হারিয়েছে হ্যারি ম্যাগুইয়ারের গোল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলে ইউনাইটেডকে এগিয়ে নেন ম্যাগুইয়ার। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি কোপেনহেগেন। ডান দিক থেকে ক্রিশ্চিয়ান এরিকসেনের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার। তার এই গোলই অবশ্য ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। শেষদিকে গোলরক্ষক ওনানা পেনাল্টি সেভ করে ম্যান ইউর জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষদিকে কোপেনহেগেনের ইলিয়াস আচোরিকে বক্সে ফাউল করে বসেন ম্যান ইউর ম্যাকটমিনে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পয়েন্ট নিয়ে ফেরার কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি অতিথিরা। পেনাল্টি কিন নেওয়া লারসন গোল করতে পারেন নি। বদলি নামা এই ডেনিশ ফরোয়ার্ডের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ওনানা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে কোপেনহেগেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post