নিজস্ব প্রতিবেদকঃ সাইফ হাসান দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নেদারল্যান্ডস সিরিজ দিয়েই। আর প্রত্যাবর্তনেই ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দিলেন সামর্থের প্রমাণ। শনিবার সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পায় বাংলাদেশ।
সাইফ ৩ ছক্কা ও এক চারে ১৯ বলে অপরাজিত ছিলেন ৩৬ রানের ইনিংস খেলে। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন তিনি। তবে কোচ সালাহউদ্দিন আবারও মনে করিয়ে দিলেন, দ্রুতই কাউকে যাতে আকাশে না তোলা হয়। দেশের সিনিয়র এই কোচ বলেন, ‘আমি আগেও বলেছি একবার—কাউকে তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না আবার কাউকে তাড়াতাড়ি নিচে নামিয়ে ফেলবেন না।’
টেস্ট দিয়ে অভিষেক হলেও ৬ টেস্টেই থেমে গেছে সাইফের ক্যারিয়ার। আগের পাঁচ টি-টোয়েন্টিতেও ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছিলেন। তিনবার তো রানের খাতাই খুলতে পারেননি। ওপেনার হিসেবে ব্যর্থ সাইফ এরপর বদলেছেন নিজেকে। তিন-চারে ব্যাট করে পেয়েছেন সাফল্য। বারবার ব্যর্থ হলেও সাইফের ফের দলে ফেরার পেছনে শক্ত মানসিকতাকে কৃতিত্ব দিচ্ছেন সালাউদ্দিন।
সালাউদ্দিন বলেন, ‘যেকোনো মানুষই যখন পিছিয়ে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর একটা তকমা ছিল টেস্ট ক্রিকেটার, সেখান থেকে বেরিয়ে এসে যে দৃঢ়তা দেখিয়েছে, এটা সবার ভেতরে থাকে না। উন্নতি তো করে যেতেই হবে। কিন্তু তার চেষ্টা ছিল। এটা সে নিজেই করেছে। নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০