নিজস্ব প্রতিবেদক:: ঈদের পর এক দিনের বেশি ছুটি মিললো না ক্রিকেটারদের। বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শুরুর পালা এবার। তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে কাল শনিবারই ঢাকায় আসছে আফগানিস্তান দল।
আগামি কাল ১ জুলাই শনিবার বিকেলে ঢাকায় আসবে আফগানিস্তান দল। রশিদ, নবিদের পূর্ণ শক্তির আফগানদের ওডিআই স্কোয়াড বিকেল সাড়ে ৫টায় সংযুক্ত আরব-আমিরাত থেকে ঢাকায় আসছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দে নেমে, সেখান থেকেই আবার রাতের ফ্লাইটে চট্টগ্রামে চলে যাবে অতিথিরা।
বাংলাদেশ দলও কাল শনিবারই চট্টগ্রাম যাচ্ছে। সকালের ফ্লাইটে সাকিব, মুশফিকরা সাগরিকায় যাবেন। বিকেলে বিশ্রামের পর রোববার থেকেই অনুশীলন করবে বাংলাদেশ দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই থেকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের সবগুলাে ম্যাচই। এরপর ১৪ জুলাই থেকে সিলেটে শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post