স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলে এক সময় দাপট দেখিয়েছে কুয়েত। বিশ্বকাপ খেলা দলটি এখন হয়তো আগের অবস্থানে নেই। ১৯৯৮ সলে ফিফা র্যাংকিংয়ে ২৪ নম্বরে থাকা কুয়েত এখন ১৪১ নম্বরে। তবুও সাফের ফেবারিট দলটি।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে খেলছে কুয়েত। গ্রুপ পর্বে দুই জয় এক ‘ড্র’য়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে এসেছে দলটি। আগামিকাল ১ জুলাই শনিবার বিকেল সাড়ে ৩টায় সাফের প্রথম সেমিফাইনালে এই কুয়েতের প্রতিপক্ষ বাংলাদেশ।
১৯৮০ সালে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপ খেলেছে ১৯৮২ সালে। সেই ‘কঠিন’ প্রতিপক্ষের বিপক্ষে এবার মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রায় ৩৭ বছর পর কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে দু’বার মুখোমুখি হয়েছিলো দুই দল। দু’বার জয় ছিলো কুয়েতের।
১৯৭৩ সালে প্রথম দেখায় কুয়েত বাংলাদেশকে হারিয়ে ছিলো ২-১ গোলের ব্যবধানে। এরপর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে ছিলো ৪-০ ব্যবধানে। এবার সাফের ফাইনাল খেলতে চায় জামাল ভুঁইয়ারা। সেজন্য ব্যাঙ্গালুরুতে পেরুতে হবে কুয়েত বাধা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post