স্পোর্টস ডেস্ক:: সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে কোপার ফাইনালের দৌড় থেকে বিদায় নিতে হয়েছে কানাডার। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামবে দলটি। তবেই সেই ম্যাচের আগে কানাডার কোচ মার্শ জানিয়েছেন, তারা কোপায় বর্ণবাদী আক্রমনের শিকার হয়েছেন। দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে।
উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সমর্থকদের সঙ্গে ফুটবলারদের মারামারি নিয়ে উরুগুয়ের কোচ বিয়েলসার করা মন্তব্যের জবাবে এমন দাবি করেছেন কানাডার কোচ জেসে মার্শ।
কোপায় তাঁরা নিজেরাও বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে মার্শ বলেছেন, ‘আমরাও বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছি। টুর্নামেন্টজুড়ে সরাসরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা এটা দেখেছি। আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হয়েছে।’
পুরো টুর্নামেন্টে রেফারিং বিরুদ্ধে খেলতে হয়েছে মন্তব্য করে কানাডার মার্কিন কোচ বলেন, ‘আমরা জানি যে অনেক কিছু আমাদের বিপক্ষে থাকবে, কিন্তু কানাডিয়ানদের জন্য এই ম্যাচের গুরুত্ব আমরা জানি। সেভাবেই আমরা নিজেদের মেলে ধরার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post