নিজস্ব প্রতিবেদকঃ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটির ১১ পদের ১০ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এসব পদে মাত্র কজন করে প্রার্থী ছিলেন। দুইজন প্রার্থী ছিলেন সভাপতি পদে। এই পদে আজ বিসিবি প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। সেলিম শাহেদকে ১২০ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মিঠুন জানিয়েছেন, কোয়াবের কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দিতে চান। বিসিবির কাছে ক্রিকেটারদের দাবিদাওয়া জানানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, ক্রিকেটাররা বিসিবির, বিসিবি ক্রিকেটারদের—এটা একটা পরিবার। এখানে কোনো দূরত্ব থাকা উচিত নয়। বিসিবি আমাদের অভিভাবক, আমাদের যেকোনো দাবি অভিভাবকের কাছে জানাতে পারি। আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হবো, সেটা জানাতে পারি। যাঁরা বিসিবিতে আছেন, আমি আশা করব, তাঁরা ইতিবাচকভাবে জিনিসগুলো দেখবেন।’
































