স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন স্বাগতিক যুক্তরাষ্ট্র। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসর। আর সেই আসরের জন্যই স্বাগতিকরা এবার দল দিল। যেখানে রয়েছে চমক।
নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনটি বিশ্বকাপ খেলা কোরি অ্যান্ডারসনকে দলে রেখেছে দেশটি। দীর্ঘদিন ধরেই সেই দেশে ক্রিকেট খেলে যাচ্ছেন অ্যান্ডারসন। স্থায়ী বসবাসও শুরু করেছেন। এবার স্বপ্ন পূরণ হলো পেস বোলিং অলরাউন্ডারের। তবে দলে জায়গা হয়নি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা লিয়াম প্লাঙ্কেট ও ভারতের উন্মুক্ত চাঁদের।
১৫ সদস্যের যুক্তরাষ্ট্র দলের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক প্যাটেল। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যারন জোন্স। দলটিতে আছেন পাকিস্তানি বংসদ্ভূত তারকা পেসার আলি খানও।
যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ডি গৌস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হরমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নতুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ভ্যান স্কালকিক, স্টিভেন টেলর ও শায়ান জাহাঙ্গীর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

































Discussion about this post