স্পোর্টস ডেস্ক:: দলে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি, অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল, প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিস, মোহাম্মদ সিরাজ, মাইকেল ব্রেসওয়েলের মতো ক্রিকেটাররা ছিলেন। সেই দলই আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি। বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস করেছেন ‘বিস্ফোরক’ মন্তব্য। সরাসরিই জানিয়ে দিলেন, আইপিএলে প্লে-অফের উঠার মতো যোগ্য দল ছিলো না তার দল। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযামাধ্যমের ভেরিফাইড একাউন্টে এক বার্তায় অধিনায়ক এমন মন্তব্য করেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ১৬ মৌসুম থেকে অংশ নিচ্ছে ব্যাঙ্গালুরু। কিন্তুু একবারও জিততে পারেনি শিরোপা। এবারের আসরেও বিদায় নিয়েছে লিগ পর্ব থেকেই। গুজরাটের বিপক্ষে কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতেও জিততে পারেনি দলটি।
বিদায়ের পর দলটির অধিনায়ক ডু প্লেসিস জানালেন, তার দল আইপিএলের প্লে-অফে উঠার মতো সেরা দল ছিলো না। দলের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো থাকলেও দলগত পারফরম্যান্স ভালো ছিলো না।
ভিডিও বার্তায় ডু প্লেসিস বলেন, ‘আমরা সত্যি বলতে বেশ ভাগ্যবান ছিলাম। ভাগ্যছিলাম বলচি এই কারণে যে, এই বছর আমাদের দলের বেশ কিছু ক্রিকেটার ভালো পারফরম্যান্স করেছে। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলগত ভাবে আমি বলতে পারি একেবারেই ভালো হয়নি। ‘
দল প্লে-অফের যোগ্য ছিল না মন্তব্য করে ফাফ ডু প্লেসিস বলেন, ‘সত্যি বলতে প্লে-অফে যাওয়ার যোগ্য ছিলাম না আমরা। এই বছরে আমাদের দল অন্যতম ভালো দল মোটেও ছিল না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post