স্পোর্টস ডেস্কঃ শেষ হয়েছে বহুল আকাঙ্খিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ২০২১-২৩ মৌসুমের ফাইনাল। যেখানে ভারতকে গুঁড়িয়ে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দ্য ওভালে ২০৯ রানের বিশাল জয়ে প্রথমবারের মতো টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের পুরষ্কার ঘরে তুলেছে অজিরা।
এই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলকেই শাস্তি দিয়েছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্লো-ওভার রেটের কারণে দুই দলেরই ম্যাচ ফি কাঁটা হয়েছে। জরিমানা করা হয়েছে ভারতের ওপেনার শুভমান গিলকেও। এক বিবৃতির মাধ্যমে আইসিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
এর মধ্যে অস্ট্রেলিয়া দলের প্রত্যেককে ম্যাচ ফি’র ৮০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। স্লো-ওভার রেটের কারণেই এই শাস্তি। একই কারণে শাস্তি পেয়েছে ভারত দলও। তবে তাদের জরিমানার পরিমাণ বেশি। ম্যাচ ফি’র পুরো ১০০ শতাংশই জরিমানা করা হয়েছে ভারত দলের খেলোয়াড়দের।
মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা ভঙ্গ করেছে দুই দল। নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে থাকা ওভার প্রতি ২০ শতাংশ করে ম্যাচ ফি কাঁটা হয় ক্রিকেটারদের। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে ৫ ওভার পিছিয়ে থাকায় ভারতকে ম্যাচ ফি’র পুরো ১০০ শতাংশ ও ৪ ওভার পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়াকে ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এদিকে ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের ওপর নাখোশ থাকায় ওপেনার শুভমান গিলকে ম্যাচ ফি’র অতিরিক্ত ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গিল এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছিলেন। তিনি আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৭ ধারা ভঙ্গ করেছেন। সব মিলিয়ে তাই শুভমান গিলকে ম্যাচ ফি’র ১১৫ শতাংশ জরিমানা দিতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post