স্পোর্টস ডেস্কঃ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। ৪৬ দিনের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৬টি আলাদা ভেন্যুতে বিশ্বকাপে নিজেদের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে রীতি অনুযায়ী ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেই প্রস্তুতি ম্যাচ দুটির তারিখ, ভেন্যু এবং প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে।
বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৯ সেপ্টেম্বর। যেখানে তামিম ইকবালের দলের প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। এরপর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ৩ অক্টোবর। সেই ম্যাচে প্রতিপক্ষ বিশ্বকাপের রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এই দুটি ম্যাচই হবে দিবা-রাত্রির। এছাড়া দুটি ম্যাচেরই ভেন্যু আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়াম। এই দুই ম্যাচ খেলেই নিজেদের মূল বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ শিবির।
এদিকে মূল বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ খেলবে ধর্মশালা, কলকাতা, পুনে, মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে। এর মধ্যে ধর্মশালা, কলকাতা ও পুনেতে টাইগাররা ২টি করে ম্যাচ খেলবে। হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হবে বাংলাদেশের।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
আফগানিস্তান- ৭ অক্টোবর, ধর্মশালা
ইংল্যান্ড- ১০ অক্টোবর, ধর্মশালা
নিউজিল্যান্ড- ১৪ অক্টোবর, চেন্নাই
ভারত- ১৯ অক্টোবর, পুনে
দক্ষিণ আফ্রিকা- ২৪ অক্টোবর, মুম্বাই
বাছাইপর্বে প্রথম- ২৮ অক্টোবর, কলকাতা
পাকিস্তান- ৩১ অক্টোবর, কলকাতা
বাছাইপর্বে দ্বিতীয়- ৬ নভেম্বর, দিল্লি
অস্ট্রেলিয়া- ১২ নভেম্বর, পুনে
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post