স্পোর্টস ডেস্কঃ গত রাতে আল আহলির বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ১-০ গোলে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আল নাসরের হয়ে ৫০ গোল করলেন এই পর্তুগিজ তারকা। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ, সুপার কাপ ও আরব চ্যাম্পিয়ন্স কাপ মিলিয়ে এই গোল হয়ে গেল তার।
আল আহলির মাঠে এই জয়ের পর ২৪ ম্যচে ৫৬ পয়েন্ট নিয়ে আরেকটু এগিয়ে গেল আল নাসর। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। শীর্ষে থাকা আল হিলাল অবশ্য এই দুই দল থেকে অনেকটা এগিয়ে। ২৩ ম্যাচ খেলেই ৬৫ পয়েন্ট তাদের। লিগে এখনও কোনো ম্যাচ হারেনি তারা, জিতেছে ২১টিতেই।
এদিকে আল আহলির মাঠে তারকা সমৃদ্ধ দুই দলের লড়াইয়ের প্রথমার্ধ খুব একটা জমেনি। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দুই দলই। ফলে পেনাল্টি পেয়ে যায় আল নাসর ভিএআর দেখে তাদেরকে পেনাল্টি দেন রেফারি। গোলকিপারকে বিভ্রান্ত করে উল্টো দিক দিয়ে বল জালে পাঠান রোনালদো। সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post