স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইন্টার মিলান। তুরস্কের মাঠে গতরাতের ফাইনালে চেষ্টার কোনো কমতি রাখেনি ইতালির ক্লাবটি। হারলেও দল নিয়ে গর্বিত ইন্টার কোচ সিমোনে ইনজাগি।
শিরোপা না পেলেও কোনো আক্ষেপ নেই ইনজাগির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খেলোয়াড়রা পুরো বিশ্বকে দেখিয়েছে যে, তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে কতটা ভালোভাবে লড়েছে, সবাই জানে (সিটি) এমন একটি দল যারা অনেক মানসম্পন্ন।’
স্কাই স্পোর্টস ইতালিয়াকে ইনজাগি আরো জানান, মাঠে চেষ্টার কোনো কমতি রাখেনি তার দল। তিনি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের একে একে জড়িয়ে ধরেছিলাম, কারণ তারা অসাধারণ খেলেছে, ঠিক যেমনটা আমাদের ভক্তরাও ছিল। ভিন্ন একটা ফলাফল তাদের প্রাপ্য ছিল, তবে আমি আশা করি যে আজ রাতে দল যেভাবে খেলেছে সেটা দেখে তারা খুশিই হয়েছে।’
ফাইনালে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও সিটির গোলরক্ষক এডারসনের গায়ে মেরে তা নষ্ট করেন ইন্টারের লাউতারো মার্টিনেজ। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের ভুলের মাশুল গুণতে হয়েছে দলের হারে। এমন একটা হারের পর যে কারো ‘মন খারাপ’ থাকার কথা। মন খারাপ মার্টিনেজেরও।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্টিনেজ। এরপর একই মৌসুমে ইন্টারের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিশ্ব রেকর্ডের হাতছানি ছিল তাঁর সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেন নি তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post