স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর চ্যাম্পিয়ন হলো স্পেন। স্প্যানিশদের হয়ে ১টি করে গোল করেন নিকো উইলিয়ামস-মিকেল ওয়ারজাবাল। ইংলিশদের হয়ে একমাত্র গোলটি আসে কোল পালমারের পা থেকে। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে গোল দিয়ে শুরুটা করেন স্পেনের উলিয়ামস। ৭৩ মিনিটে সমতা আনেন পালমার। শেষ বাঁশির ৪ মিনিট আগে জয়সূচক গোল করেন ওয়ারজাবাল।
ফাইনালে জয়ী স্পেন সব ধরনের বোনাস মিলিয়ে জিতল ৩০.৪৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা।
এক নজরে দেখে নেবো চ্যাম্পিয়নরা কত টাকা ও কে কি পুরস্কার পেল
ইউরো চ্যাম্পিয়ন স্পেন: ২৮.২৫ মিলিয়ন ইউরো।
রানার্সআপ ইংল্যান্ড: ২৪.২৫ মিলিয়ন ইউরো।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নিকো উইলিয়ামস (স্পেন)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: রদ্রি (স্পেন)।
উদীয়মান ফুটবলার: লামিন ইয়ামাল (স্পেন)।
সেরা গোলকিপার: মাইক মাইগনান (ফ্রান্স)।
গোল্ডেট বুট: হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), কডি গাকপো (নেদারল্যান্ডস), জামাল মুসিয়ালা (জার্মানি), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), ইভান শ্রানজ (স্লোভাকিয়া)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post