স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে। দলটির বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার চোট পেয়েছেন। আর এই চোটের ফলে শেষ ম্যাচে খেলা হচ্ছে না ওয়ার্নারের। পেশির চোটে ভুগছেন এই তারকা।
তবে গুরুতর কোনো চোট নয়। সপ্তাহ থেকে দশদিন সময় লাগবে সেরে উঠতে। তবে ততদিনে শেষ হয়ে যাবে সিরিজ। আর সেরে উঠার পর আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন ওয়ার্নার। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। সেখানে শুরু থেকে খেলতে অবশ্য বাঁধা নেই তার।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অকল্যান্ডে ২৫ ফেব্রুয়ারি, রোববার সকাল ৬টায় শুরু হবে সেই ম্যাচে। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০’তে সিরিজ নিশ্চিত হয়ে গেছে অজিদের। সিরিজের শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য মান রক্ষার আর অস্ট্রেলিয়ার জন্য হোয়াইটওয়াশ করার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post