নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়ে মাঠের বাইরে বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। যার কারণে খেলতে পারছেন চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। এবার এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে শঙ্কা জেগেছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি আজ (বৃহস্পতিবার) সৌম্যের চোট নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘সৌম্যকে আমরা তিন সপ্তাহের কমপ্লিট রেস্ট দিয়েছি। মাত্র এক সপ্তাহ শেষ হলো, আগামী ৬ এপ্রিল তিন সপ্তাহ পূর্ণ হবে। তিন সপ্তাহ পরই আমরা রিভিউ করব একজন অর্থপেডিশিয়ানের সঙ্গে কথা বলে।’
কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সৌম্য, এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘আমার পারসোনাল একটা ভিউ আছে, ওটা তো বলে লাভ নেই। আমার ধারণা দেড় মাসের আগে না। তবে ওভাবে আমরা দেড় মাস একবারে বলছি না, তিন সপ্তাহ দেখে তারপর রিভিউ করব আরকি।’
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। হাঁটুর সঙ্গে কাঁধেও আঘাত লাগে তাঁর। সে ম্যাচে সৌম্য ব্যাট করতে পারেননি, তাঁর কনকাশন (মাথায় আঘাতজনিত সমস্যা) বদলি হিসেবে নেমে ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই সিরিজে অংশ নিতে মে মাসের ৩ তারিখ। প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৫ ও ৭ মে হবে পরের দুটি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকায়। ১০ এবং ১২ মে হবে এই ম্যাচ দুইটি। সিরিজে অংশ নিতে এপ্রিলের ২৮ তারিখ বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ১২ মে সিরিজের শেষ ম্যাচ খেলে ১৩মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সিকান্দার রাজার দলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post