স্পোর্টস ডেস্কঃ টি টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় জিম্বাবুয়ে ক্রিকেট ঘোষণা করলো জিম আফ্রো টি-টেনের সূচি। আগামী ২০ জুলাই পর্দা উঠবে এই আসরের, টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জুলাই।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ১০ ওভারের টুর্নামেন্টের প্রতি ম্যাচ হবে হারারেতে। ছয়টি ব্যক্তিগত মালিকানাধীন দল নিয়ে হবে এই লিগ। খেলোয়াড়দের নিলাম ও ম্যাচের সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
আবুধাবিতে টি টেনের সফল ছয়টি আসর শেষে টি টেন গ্লোবাল অন্য দেশগুলোতেও এই ফরম্যাটের ক্রিকেটকে পরিচিত করে তুলছে। যার ধারবাহিকতায় আফ্রিকা অঞ্চলেও এটি এবার ছড়িয়ে দিতে চায় আয়োজকরা।
জিম্বাবুয়েতে এই ধরনের টুর্নামেন্ট এবারই প্রথম হতে যাচ্ছে। এই প্রতিযোগিতা দিয়ে দেশের ভক্তদের ক্রিকেট উন্মাদনা ফিরিয়ে আনার আশা। এছাড়া বিশ্বের সেরা ক্রিকেটারদেরও সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post