নিজস্ব প্রতিবেদকঃ এনসিএল টি-টোয়েন্টিতে আজ রোমাঞ্চকর জয় পেয়েছে খুলনা বিভাগ। সিলেটে বুধবারের দ্বিতীয় ম্যাচে শেষের রোমাঞ্চে খুলনা জিতেছে ৩ রানে। রংপুর বিভাগের বিপক্ষে দারুণ বল করেছেন দলটির পেসার রবিউল ইসলাম। শেষ ওভারে খুলনাকে বল হাতে ম্যাচ জিতিয়ে সেরার পুরস্কার জিতেছেন অভিজ্ঞ জিয়াউর রহমান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে জিয়াউরের ৩৬ ও এনামুল হক বিজয়ের ৩৫ রানের সুবাদে ৪ উইকেটে ১৪৯ রান করে খুলনা। ৩৪ বল খেলে ৩৫ রান করেন বিজয়। জিয়াউর শেষদিকে মাত্র ১৬ বল খেলে করেন ৩৬ রান। ১৭ বলে ২৫ রান করেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিথুন।
জবাবে ব্যাট করতে নেমে তানভির হায়দারের ফিফটিতে জয়ের কাছে গিয়েও হারতে হয় রংপুরকে। ৪৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন তানভির। খুলনার পেসার রবিউল ৩ উইকেট নিয়ে রংপুরের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন। সম্ভাবনা জাগিয়েছিলেন হ্যাটট্রিকের। যদিও শেষ পর্যন্ত হয় নি হ্যাটট্রিক। শেষ ওভারে বল হাতে দারুণ বোলিং করেন অভিজ্ঞ জিয়াউর। রংপুরের ব্যাটাররা এই মিডিয়াম পেসারের ওভার থেকে ৯ রানের বেশি নিতে পারেন নি। ৩ রানের রোমাঞ্চকর জয় পায় খুলনা। আসরে এটি তাদের দ্বিতীয় জয়। ৪ ম্যাচ খেলেছেন তারা। খুলনার সমান ৪ ম্যাচে মাত্র ১ জয় রংপুরের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০