স্পোর্টস ডেস্কঃ প্রতিবারের মতো এবারও হয়ে গেল বিজয় দিবস প্রীতি ম্যাচ। ১৫ ওভারের সেই ম্যাচটিতে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে দুই দল খেলতে নামে। এবারও সাবেক ক্রিকেটার শহীদ মোশতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশের নামে দুই দল মাঠে নামে।
মিরপুরের হোম অব ক্রিকেটে হওয়া সেই ম্যাচে শহীদ মোশতাক একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। ব্যাট হাতে ঝড় তুলেছেন ফয়সাল হোসেন ডিকেন্স। ঝড়ো এক ফিফটি হাঁকিয়েছে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন একেবারে। হয়েছেন ম্যাচ সেরাও।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে শহীদ মোশতাক একাদশ। দলটির পক্ষে ২৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কার মারে সর্বোচ্চ ৩৫ রান আসে তুষার ইমরানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মেহরাব হোসেন অপির ব্যাট থেকে। হাবিবুল বাশার সুমন করেন ১৪ রান।
শহীদ জুয়েল একাদশের হয়ে ২১ রানে ২ উইকেট নেন জাভেদ ওমর বেলিম।
১৩০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ রানের মধ্যে তিনটি উইকেটের পতন ঘটে শহীদ জুয়েল একাদশের। একে একে ফিরে যান জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদীন নান্নুরা। এর মধ্যে নান্নু করেন ৭ রান। তবে এরপরই দারুণ এক জুটি গড়ে ইনিংসের এক ওভার বাকি থাকতে দলকে একেবারে জিতিয়ে মাঠ ছাড়েন ডিকেন্স ও ডলার মাহমুদ।
এর মধ্যে ডিকেন্স ৪৩ বলে ৬ চার ও ৪ ছক্কার মারে ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩৩ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ডলার মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post