স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ভারত নারী দল। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে আসবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায় সূচি। দুই সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
১১ বছর পর মিরপুরে খেলবে বাংলাদেশ নারী দল। ২০১২ সালে সবশেষ কোনো ম্যাচ খেলেছিল টাইগ্রেসরা। এবার দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ক্রিকবাজকে নিশ্চিত করেছেন এই তথ্য।
২০১২ সালে মিরপুরে সবশেষ কোনো ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হয়েছিল এখানে। এবার খেলবে ভারত। নাদেল বলেন, ‘আমরা ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে জুলাইয়ে সাদা বলের সিরিজ খেলব। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।’
আগামী ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে মাঠের লড়াই, ৯ জুলাই। এই সংস্করণের পরের দুই ম্যাচ ১১ ও ১৩ জুলাই। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। টি-টোয়েন্টি শুরু বেলা ২টায়, ওয়ানডে সকাল সাড়ে ৯টায়।
এদিকে সেপ্টেম্বরে পাকিস্তানের নারী দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ছেলেদের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এই সিরিজের সম্ভাব্য ভেন্যু সিলেট ও কক্সবাজার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সবশেষ শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ নারী দল। গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ওয়ানডের পর শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হার দেখে লাল সবুজের প্রতিনিধিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post