নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন হলো রাজশাহী ওয়ারিওয়ার্স। শিরোপার লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী। তানজীদ তামিমের সেঞ্চুরিতে বিপিএল শিরোপা উঠলো রাজশাহীর হাতে।
ক্রিস গেইল, তামিম ইকবালের পর বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করেছেন তানজীদ হাসান তামিম। এই তরুণের ব্যাটে চড়েই হান্নান সরকারের দল পেলো শিরোপার দেখা। বিসিবির দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ফাইনালে উড়িয়ে দিয়েছে রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী দুই ওপেনারের ব্যাটে পায় ৮৩ রানের জু্টি। ব্যক্তিগত ৩০ রানে ওপেনার ফারহান ফিরলে ভাঙে সেই জুটি। তবে অন্য প্রান্তে আরেক ওপেনার তানজীদ হাসান তামিম থাকেন অবিচল। সাত ছক্কা ও ছয় চারে ৬৬ বলে ১০০ রানের দারুণ এক রোমাঞ্চকর ইনিংস খেলেন তিনি। ২৪ রান করেন কেন উইলিয়ামসন। ১১ রান করেন শান্ত। তাতেই চার উইকেটে ১৭৪ রানে থামে দলটি।
চট্টগ্রামের হয়ে শরিফুল ও মুকিদুল ২টি করে উইকেট লাভ করেন।
১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার মির্জা বেগ ও নাঈম খুব একটা ভালো শুরু করতে পারেননি। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত করা চট্টগ্রামের ওপেনিং জুটি শিরোপার লড়াইয়ের দিনে ভেঙে যায় মাত্র ১৮ রানে। ১০ বলে মাত্র ৯ রান করেন নাঈম। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মির্জা বেগ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন আসিফ আলী।
রাজশাহীর হয়ে বিনুরো ফার্নান্দো চারটি, হাসান মুরাদ ৩টি ও জেমি নিশাম ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































