স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামি চক্রে অধিনায়কত্ব করতে সম্মত হওয়া নাজমুল হোসেন যথারীতি নেতৃত্ব দেবেন দলকে।
সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন এনামুল হক, নাঈম হাসান ও মাহিদুল ইসলাম। দলে ফিরেছেন মাহমুদুল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের দল ঘোষণা করেছে মঙ্গলবার। সিলেট ও ঢাকায় হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বিজয়। ব্যাট হাতে বার বার ব্যর্থ। ফলে বাদ পড়লেন আইরিশ সিরিজ থেকে। নাঈম হাসান অবশ্য গলে ৫ উইকেট পেয়েও আয়ারল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পাননি। মাহিদুল দলে থাকলেও একাদশে সুযোগ পাননি। এবার বাদ পড়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজ শুরু হবে ১১ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে ১৯ নভেম্বর।
ন্যই বিশেষ কিছু।
টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন ও হাসান মুরাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































