স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের রাইট-ব্যাক কালভিন রামসে নাম লেখালেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে। চোটের কারণে সদ্য শেষ হওয়া মৌসুমে অলরেডদের হয়ে মাত্র ২ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। স্কটল্যান্ডের হয়ে খেলা এই ডিফেন্ডার গত বছরের জুনে স্কটিশ ক্লাব অ্যাবারডিন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন।
এদিকে দলবদল করলেন আরেক ফুটবলার জেমস মিলনার। লিভারপুল ছেড়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে নাম লেখালেন তিনি। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিজ্ঞ এই ইংলিশ মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে নিয়মিত মুখ মিলনার। এখন পর্যন্ত ৬১৯ ম্যাচ খেলেছেন তিনি। এবার নতুন মৌসুমে আরেক ইংলিশ ক্লাবে নাম লেখালেন তিনি।
চ্যাম্পিয়নশিপের ক্লাব প্রিস্টন নর্থ এন্ডে খেলবেন রামসে। মূলত ম্যাচ খেলার সুযোগ পাওয়ার আশ্বাসে তিনি ইংল্যান্ডের শীর্ষ স্তরের ক্লাব ছেড়েছেন। নতুন ক্লাবে যোগ দিচ্ছেন ধারে, এক মৌসুমের জন্য। রামসে এক বিবৃতিতে বলেন, ‘আমার জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ভাবে সময়টা কাজে লাগিয়ে মাঠে নিজেকে প্রমাণ করা। এজন্য কিছু সময়ের প্রয়োজন। একটি ভাল ক্লাবে গেলেই কেবলমাত্র আমি নিজেকে গড়ে তুলতে পারবো। মূল দলে খেলার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































Discussion about this post