স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ভুটানের বিপক্ষে দর্শকদের জোয়ার দেখেছেন ফুটবলাররা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া সিঙ্গাপুর ম্যাচেও দর্শকদের জন্য জয় চান। জানিয়েছেন দেশের জন্য পারফর্ম করতে চান তারা। দর্শক চাপ থাকবেই, সেটা নিয়েই তারা জয় উৎসব করতে চান।
সমর্থকদের জন্য জিতেত চান জানিয়ে সোমবার সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘গ্যালারিতে দর্শক ১০ জন থাক আর ২০ হাজার থাক- চাপ একই। শেষ কথা হলো আমাদের পারফর্ম করতে হবে। তো, কত মানুষ ম্যাচ দেখতে এলো, সেটা কোনো বিষয় নয়। দিনশেষে আমাদের জিততে হবে। দেশের জন্য আমাদের পারফর্ম করতে হবে। অবশ্যই আমরা দর্শকের উপস্থিতি অনুভব করব, কিন্তু আমাদের জিততে হবে, পারফর্ম করতে হবে।’
প্রতিপক্ষ সিঙ্গাপুর ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। জামাল ভুঁইয়া বলছেন, এটা চাপ নয়। তিনি বলেন , ‘প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, আমরা আত্মবিশ্বাসী। ঘরের মাঠে, চেনা দর্শক। এটাকে চাপ মনে না করে অনুপ্রেরণা হিসেবে দেখবো।’
দেশের মানুষ এবং নিজেদের পরিবারের জন্য ভালো খেলতে চান জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের প্রত্যাশাও অনেক বেশি। বিশেষ করে বাছাইয়ের সবশেষ ম্যাচের পর এ প্রত্যাশা বেড়েই চলছে। দর্শকদের মতো আমাদের প্রত্যাশাও যে অনেক উঁচুতে! আমি মনে করি, দেশের মানুষদের, সমর্থকদের, নিজেদের এবং পরিবারকেও দেখানোর মুহূর্ত মঙ্গলবারের ম্যাচ।’
জয়ের সমার্থ্য আছে জানিয়ে জামাল বলে, ‘তাদের (সিঙ্গাপুরকে) গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। আমরা দেখেছি, সিঙ্গাপুর বল পজেশনে খুবই ভালো। এ জায়গাটায় তাদের জন্য সমস্যা তৈরি করতে হবে আমাদের। সিঙ্গাপুর বিল্ড-আপেও খুবই ভালো। সেটপিসে তাদের আক্রমণভাগ ভালো। সেখানেও আমরা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারবো, তাদের ধসিয়ে দিতে পারবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































