স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামীলীগের আমলে দলটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সরকার পতনের পর খেলা তো দূরের কথা, বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার দেশেই ফিরতে পারেননি।
চেয়ে ছিলেন ঢাকায় সব শেষ টেস্ট খেলে অবসরে যেতে, সেই সুযোগও পাননি। দেশে ফেরার পথ বন্ধ তার। বাংলাদেশের জার্সিতে খেলা হচ্ছে না দীর্ঘ দিন থেকে। বিসিবির ভাবনাতেও নেই তিনি। সরকারও তাকে নিরাপত্তা দিয়ে দেশে ফেরাতে চায় না।
সেই সাকিব তবুও লাল সবুজের জার্সিতে মাঠে নামার আশা ছাড়ছেন না। দেশের মাটিতে তিন ফরম্যাটের ম্যাচ খেলেই অবসরে যেতে চান তিনি।
এই মুহূর্তে দেশে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও আশাহত হচ্ছেন না সাকিব। ।
ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব আল হাসান বলেন, ‘আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া। আমি এমন কিছুই ভাবছি। সব সংস্করণকেই একটি সিরিজে বিদায় বলতে চাই। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।’
দেশের হয়ে খেলার মতো ফিট থাকতেই এসব লিগে খেলছেন তিনি, ‘(দেশের হয়ে আবারও খেলা) এটাই স্বপ্ন। এ কারণেই এখনো খেলছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































