স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া এরিক টেন হাগ নতুন ক্লাবের দায়িত্ব নিচ্ছেন। বাজে পারফরম্যান্সের কারণে গেল বছরের ২৪ অক্টোবর এরিক টেন হাগকে হেড কোচের পদ থেকে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
নেদারল্যান্ডসের এই কোচ দীর্ঘদিন চাকরিচ্যুত ছিলেন। এবার তিনি নতুন ক্লাবের দায়িত্ব নিচ্ছেন। জাবি আলোনসোর ছেড়ে দেওয়া ক্লাব বায়ার লেভারকুসেনে যোগ দিচ্ছেন তিনি। টেন হাগ ও তার প্রতিনিধিদের সঙ্গে লেভারকুসেনের গঠনমূলক আলোচনা হয়েছে। দুই পক্ষই আশা করছে, শীঘ্রই চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
এরিক টেন হাগ জার্মান বুন্দেসলিগার ক্লাব লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার দিকেই বেশি আগ্রহী। ২০২২ সাল থেকে সাফল্যের সঙ্গে লেভারকুসেনকে কোচিং করানো আলোনসো আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে কাজ করবেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন হাগ।
রিয়ালে যোগ দিচ্ছেন লেভারকুসেনের কোচ আলোনসো। আর চলতি মৌসুম শেষ করে রিয়াল থেকে বিদায় নিয়েছেন কার্লো আনচেলত্তি। আগামীকাল সোমবার থেকে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০