স্পোর্টস ডেস্ক:: নারীদের বিশ্বকাপে ভারত এই মূহুর্তে কিছুটা নির্ভার। নিজেদের সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। শেষ চারের লড়াইয়ে যাওয়ার চাপ নেই। এমন নির্ভার ম্যাচে তাদের প্রতিপক্ষ ‘দুর্বল’ হয়ে পড়া বাংলাদেশ।
নারী বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও বাংলাদেশ সবশেষ টানা পাঁচ ম্যাচ হেরে টেবিলের তলানিতে। কয়েকটা ম্যাচে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি। জেতা ম্যাচও হেরেছে নিগার সুলতানার দল।
টানা তিন হারে ভারত সেমিফাইনাল নিয়ে কিছুটা শঙ্কায় ছিলো। তবে শেষ পর্যন্ত তারা ছন্দে ফিরেছে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে স্বস্তি ফিরেছে হরমনপ্রীত কৌরের দলে।
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। নির্ভার দলটির বিপক্ষে আজ বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি হচ্ছে নাভি মুম্বাইয়ে। ভারত সেমিফাইনাল ও ফাইনাল খেললে এই মাঠেই খেলবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য ম্যাচটি তাই ভারতের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































