স্পোর্টস ডেস্কঃ গেল মাসে নিউজিল্যান্ড সফরের জন্য ১৭ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম দায়িত্ব ছাড়ার পর এই সফর দিয়ে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি। আফ্রিদিকে অধিনায়ক করেই দেওয়া হয়েছিল দল।
তবে সেই দলে ছিল না কোনো সহ-অধিনায়ক। এবার ওয়াহাব রিয়াজের নেতৃত্বাধীন পিসিবির নির্বাচকরা সহ-অধিনায়ক ঘোষণা করেছেন। মোহাম্মদ রিজওয়ানকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে না, খণ্ডকালীন সেই বিষয়ে জানা যায়নি কিছু।
বিশ্বকাপের পর বাবর দায়িত্ব ছাড়ায় সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্বের আলোচনায় রিজওয়ানকে নিয়ে বেশ আলোচনা চলছিল। এর মাঝেই এবার রিজওয়ানকে সহ-অধিনায়ক করা হলো।
আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৭ জানুয়ারি। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে হ্যামিল্টন ও ডানেডিনে। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১৯ ও ২১ জানুয়ারি।
পাকিস্তানের ১৭ সদস্যের টি-টোয়েন্টি দল
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সাইম আইয়ূব, শাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতেখার আহমেদ, আজম খান, আমির জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, উসামা মীর, হারিস রউফ এবং জামান খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post