নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার জিয়াউর রহমান। এই পেস বোলিং অলরাউন্ডারের সন্তান অসুস্থ থাকার কারণে, বিপিএল খেলা হচ্ছে না।
এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে জিয়াউরকে রিটেইন করেছিল চট্টগ্রাম। গেল মৌসুমে একই দলের হয়ে খেলেছিলেন তিনি। যার ফলে সেখান থেকে এবারও ধরে রেখেছিল চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। তবে শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হচ্ছে না জিয়াউরের।
মূলত এই ক্রিকেটারের সন্তান অসুস্থ। যার ফলে সেখানে সময় দিতে হচ্ছে জিয়াউরকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও সেই পারিবারিক দিকটি বুঝে, ক্রিকেটারের পাশে থাকার কথা জানিয়েছে। এবারের আসরে আর খেলা হচ্ছে না জিয়াউরের। সন্তানের সুস্থতার জন্য সবার কাছেই দোয়া চেয়েছেন জিয়াউর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা






























Discussion about this post