স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে বাবর আজমের পেশোয়ার জালমিকে হারিয়ে ফাইনালে উঠল মুলতান সুলতান্স। গত রাতে ৭ উইকেটের বড় ব্যবধানে জালমিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে পৌঁছে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
টস জিতে ব্যাট করতে নেমে জালমি নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। বাবর ওপেন করতে নেমে ৪৬ রান সংগ্রহ করতেই ৪২টি বল খরচ করেন। ৫টি চার মারেন তিনি। এছাড়া মোহাম্মদ হারিস ২২, টম কোহলির-ক্যাডমোর ২৪, রোভম্যান পাওয়েল ১২, পল ওয়াল্টার ১৪ ও লিউড উড ১৪ রান করেন। মুলতানের ক্রিস জর্ডন ও উসামা মীর ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ডেভিড উইলি, মোহাম্মদ আলি ও আব্বাস আফ্রিদি।
জবাবে খেলতে নেমে মুলতান ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট কাটে। এ নিয়ে টানা চতুর্থবার পাকিস্তান সুপার লিগের ফাইনালে উঠল ফ্র্যাঞ্চাইজিটি। ওপেনার ইয়াসির খান দাপুটে হাফ-সেঞ্চুরি করেন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন। ২৮ বলে ৩৬ রান করেন উসমান খান। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। ৪ ওভার বল করে ১৬ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন উসামা মীর।
হারলেও এখনই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে না বাবর-হারিসদের জালমিকে। তারা দ্বিতীয় এলিমিনেটরে মাঠে নামবে প্রথম এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে। আজ (শুক্রবার) প্রথম এলিমিনেটরে একে অপরের মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পিএসএলের এবারের আসরের ফাইনাল আগামী ১৮ মার্চ। ফাইনালের ভেন্যু করাচি জাতীয় স্টেডিয়াম। এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমেনিটর ম্যাচের ভেন্যুও করাচি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































Discussion about this post