স্পোর্টস ডেস্ক:: অবশেষে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। বেলারুশ হয়ে ভারত যাচ্ছে পাকিস্তান। সকালে গিয়ে বিকেলেই স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে পাকিস্তান। বুধবার থেকেই শুরু হবে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াই।
তার আগে অবশ্য উদ্বোধনী ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। বেলারুশ হয়ে পাকিস্তান সকালে ভারতে পৌঁছানোর কথা। রাতেই বিমানে উঠবে দলটি। এরপর সকালে ব্যাঙ্গালুরুতে পৌছে বিকেলেই মাঠে নামবে।
প্রথম দিন ‘এ’ গ্রুপের লড়াই শেষে দ্বিতীয় দিন ‘বি’ গ্রুপের ম্যাচ হবে। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ মাঠে নামবে লেবাননের বিপক্ষে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামতে হবে জামাল ভুঁইয়াদের।
এবারের সাফ হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ আসর। কেননা এবারই প্রথম সাফে খেলছে অতিথি দল। বিশ্বকাপ খেলা কুয়েত ও লেবাননের মতো শক্তিশালী দল খেলছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post