স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বীপাক্ষিক সিরিজকে সামনে রেখে আলাদা করে টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। টেস্ট দলে রাখা হয়েছে চমক। এই ফরম্যাটে রয়েছে নতুন মুখ। একইসাথে বড় তারকা ক্রিকেটারও বাদ পড়েছেন দল থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গা হারিয়েছেন চেতেশ্বর পূজারা। এই তারকা ব্যাটারকে ছাড়াই ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে ভারত। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৪ ও ২৭ রানের ইনিংস খেলেন পূজারা। একইসাথে বাদ পড়েছেন পেসার উমেশ যাদবও। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক তারকা পেসার মোহাম্মদ শামিকেও।
নতুন মুখ হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন যশস্বী জয়সুয়াল, ঋতুরাজ গায়কোয়াদ ও মুকেশ কুমার। এবারই প্রথম সাদা পোশাকের দলে ডাক পেলেন। এর মধ্যে ঋতুরাজের অতীতে জাতীয় দলের হয়ে অন্যান্য ফরম্যাটে খেলার অভিজ্ঞতা থাকলেও, জয়সুয়াল ও মুকেশ সব মিলিয়ে এবারই প্রথম ডাক পেয়েছেন। ২০২১ সালের পর টেস্ট দলে ফেরানো হয়েছে পেসার নবদীপ সাইনিকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছিলেন আজিঙ্কা রাহানে। সেই তিনি জায়গা ধরে রেখেছেন এই ফরম্যাটে। একইসাথে পূজারা না থাকায়, দলের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন রাহানে।
উইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১২ জুলাই। যেটি কিনা অনুষ্ঠিত হবে ডমিনিকায়। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ২০ জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ।
উইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, জশস্বী জায়সাওয়াল, ঋতুরাজ গায়কোয়াদ, মুকেশ কুমার, শ্রীকর ভরত, ইশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট ও নবদীপ সাইনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post