স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ফিফা র্যাঙ্কিংয়ে ১০০’র নিচে থাকা দলটির অধিনায়ক বিশ্ব ফুটবলে লড়ছেন সমান তালে। মেসি, রোনালদোদের সঙ্গে টক্কর দিচ্ছেন। আন্তর্জাতিক ফুটবলে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও ভারতকে টানছেন। গোলের পর গোল করছেন। আর একটি গোল করলেই সাফের সর্বোচ্চ গোলদাতা হবেন। সেই তিনি প্রশংসা করলেন বাংলাদেশ ফুটবল দলের। জানিয়েছেন বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো করছে।
বাংলাদেশকে শক্তি প্রতিপক্ষ মনে হচ্ছে জানিয়ে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, ‘বাংলাদেশ এবার দারুণ ফুটবল খেলছে। আমি ওদের ম্যাচের ভিডিও দেখেছি। তাতে মনে হয়েছে আগের থেকে বেশি শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। লেবাননের বিপক্ষে প্রথমার্ধে ভালো ফুটবল খেলেছে। মালদ্বীপের বিপক্ষেও অসাধারণ ফুটবল খেলেছে।
এবারের সাফে বাংলাদেশকে দুর্বল ভাবছেন না জানিয়ে এই অধিনায়ক আরো বলেন, ‘আসলে এসব নিয়ে ভাবিনা। আমি যখন মাঠে থাকি তখন দলের কথা আর দেশের কথা ভেবেই খেলি। তবে ভক্তদের ভালবাসাকে সম্মান করি। এ আসরে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পাবো কিনা তা জানি না। কিন্তু বাংলাদেশকে দুর্বল ভাবি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post