স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া লিওনেল মেসি জানিয়েছিলেন তাঁকে বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয় নি। চুক্তি কিংবা বেতন নিয়ে কোনো আলোচনা হয়নি মেসি-বার্সার। এদিকে কাতালান ক্লাবটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, মেসিকে তারা প্রস্তাব দিয়েছে!
ইউরোপের শীর্ষ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ন্যু ক্যাম্পের চেনা আঙিনায় ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু নানা কারণে তা পূরণ হয়নি। সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে চুক্তি কিংবা বেতন নিয়ে কোনো আলোচনা হয়নি। ওরা আমাকে একটি প্রস্তাব পাঠিয়েছিল। যদিও সেটা আনুষ্ঠানিক লিখিত কিছু না।’
এদিকে নিজেদের এক বিবৃতিতে বার্সা আজ জানিয়েছে, মেসি নাকি গত ৫ জুন ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন। স্প্যানিশ ক্লাবটি লিখেছে, ‘গত ৫ জুন, সোমবার, মেসি বাবা ও তার প্রতিনিধি জর্জ মেসি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে জানিয়ে দেন মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত। যদিও বার্সেলোনা ও মেসি উভয়েরই চাওয়া ছিল, এই জার্সিতে আবার তাকে দেখা যাবে এবং বার্সেলোনা থেকে তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল।’
এদিকে মেসি সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি সত্যিই বার্সেলোনায় ফিরতে চেয়েছিলাম। সে স্বপ্নটা আমার ছিল। কিন্তু দুই বছর আগে যা হয়েছিল, সেই একই পরিস্থিতিতে আবার পড়তে চাইনি। চাইনি আমার ভবিষ্যত অন্য কারো হাতে ছেড়ে দিতে। চাইনি আমার সন্তানদের বলব যে, আমরা বার্সেলোনায় ফিরছি। এরপর সেটি হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post