নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় লিগ টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। রোববার রাতে ফাইনালে খুলনা বিভাগকে উড়িয়ে দিল তারা ৮ উইকেটে। দলটির হয়ে ফাইনালে ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন নাসির হোসেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি খুলনা। জবাবে ১৮ বল বাকি থাকতেই জিতে যায় রংপুর। ফাইনালে তাদের বড় জয়ের কারিগর নাসির। বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৯ রান খরচ করেন অভিজ্ঞ অলরাউন্ডার। পরে ওপেনিংয়ে নেমে ৫ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার হাতেই ওঠে ফাইনাল সেরার পুরস্কার।
ফাইনালে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে ইমরানউজ্জামানের উইকেট হারায় খুলনা। এরপর স্পিন বোলিংয়ের সামনে একদমই হাত খুলতে পারেননি সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। পাওয়ার প্লের ৬ ওভারে আসে মাত্র ১৯ রান। সপ্তম ওভারের প্রথম বলে রান আউট হন ১৫ বলে ১২ রান করা বিজয়। আর পঞ্চম বলে বোল্ড হওয়ার আগে ২২ বলে মাত্র ৮ রান করতে পারেন সৌম্য। দুটি ছক্কা মারলেও ১০ বলে ১৪ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। এরপর দায়িত্ব নেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তাকে সঙ্গ দেন মৃত্যুঞ্জয় চৌধুরি। ২টি করে চার-ছক্কায় ১৩ বলে ২৪ রান করেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। আর মিঠুনের ব্যাট থেকে আসে ১ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৪৪ রান। রংপুরের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন।
রান তাড়ায় রংপুরকে দারুণ শুরু এনে দেন নাসির ও জাহিদ জাভেদ। উদ্বোধনী জুটিতে ৪২ বলে ৬১ রান যোগ করেন দুই ওপেনার। ৫ চারে ২৪ বলে ২৭ রান করে ফেরেন জাহিদ। আরও কিছু দূর এগিয়ে ১২তম ওভারে আউট হন নাসির। এরপর আর উইকেট পড়তে দেননি আকবর ও নাঈম ইসলাম। দুজন মিলে মাত্র ৩৪ বলে ৫৪ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৫ চারে ৩২ বলে ৪০ রান করেন নাঈম। আকবরের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৯ রান। রংপুরকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক আকবর আলী। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান। সেরা বোলারের পুরষ্কার জিতেছেন হাসান মুরাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000