স্পোর্টস ডেস্কঃ রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল মাঠে গড়াবে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। ফ্লোরিডায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এই ম্যাচের আগে আলোচনায় মধ্য বিরতি নিয়ে। সচরাচর খেলার মধ্য বিরতির স্থায়িত্ব থাকে ১৫ মিনিটের। তবে কোপার ফাইনালে ২৫ মিনিট থাকবে বিরতি!
প্রথমার্ধের পর স্টেডিয়ামে পারফর্ম করবেন বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও পপ তারকা শাকিরা। এজন্য প্রথমার্ধ শেষে বিরিত হবে ২৫ মিনিটের। তবে বিষয়টি সহজভাবে নেন নি কলম্বিয়ার কোচ নেস্টর লরেঞ্জো। বেজায় চটেছেন এই আর্জেন্টাইন। তার মতে, খেলায় এর প্রভাব পড়তে পারে যা কোনোভাবেই ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলম্বিয়া কোচ।
লরেঞ্জো বলেন, ‘শাকিরার গানের আয়োজনের ব্যাপারে বলব, আশা করি, সবাই উপভোগ করবে। শাকিরা চমৎকার শিল্পী। আজকেই আমি জানতে পারলাম (গানের ব্যাপারে)। আমার মতে, অন্য যে কোনো ম্যাচের মতোই হওয়া উচিত, নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের বিরতি। আমরা (অন্য ম্যাচে) যখন ১৬তম মিনিটে মাঠে ঢুকেছি, জরিমানা হয়েছে। এখন বিরতিতে গানের শো হবে এবং আমাদের ২০ বা ২৫ মিনিটের জন্য বাইরে থাকতে হবে। ফুটবলারদের ওপর এর প্রভাব পড়তে পারে। তাদের শরীর ঝিমিয়ে পড়তে পারে। আমরা জানি, ড্রেসিং রুমে রিকভারির জন্য ব্যয় হওয়া সেই কয়েক মিনিটের মূল্য কতটা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post