স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল উইন্ডিজ। রোববার রাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করে ১৩৬ রান করে পাপুয়া নিউগিনি। জবাব দিতে নেমে ৫ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা।
গায়ানায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাপুয়া নিউগিনি। তবে দলকে একটি সম্মানজনক পুঁজি এনে দেন সেসে বাউ ও কিপলিন ডোরিগা। বাউ ৫০ এবং ডোরিগোর ব্যাট থেকে আসে ২৭ রান। ১৯ রান খরচায় ২ উইকেট নিয়ে ক্যারিবীয়দের পক্ষে সফল বোলার আন্দ্রে রাসেল। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন জোসেফ।
রান তাড়া করতে নামা উইন্ডিজের জন্য এক সময় এই লক্ষ্যটাই অসম্ভব মনে হচ্ছিলো। তবে শেষ দিকে রোস্টন চেজ ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৫ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় পায় ক্যারিবীয়রা। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন চেজ। পাপুয়া নিউগিনির সবচেয়ে সফল বোলার ছিলেন অধিনায়ক আসাদ ভালা। ২৮ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। বল হাতে আঁটসাঁট বোলিং ও ব্যাট হাতে ৪২ রান করার সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন ক্যারিবিয়ান অলরাউন্ডার চেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post