স্পোর্টস ডেস্ক:: ঢাকায় এক সঙ্গে দুই আন্তর্জাতিক ম্যাচ। এক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের হামজা-শমিত সোমরা। অন্য ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে মিয়ানমার। এশিয়া কাপ বাছাইয়ে আফগানিস্তান তাদের হোম ম্যাচটি ঢাকায় খেলার সিদ্ধান্ত নিয়েছে।
মায়ানমারের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি তাদের হোম ম্যাচ। তবে পরিস্থিতি বিবেচনায় আফগানিস্তানে আন্তর্জাতিক কোনো খেলা হয়নি। তাদেরকে খেলতে হয় নিরপেক্ষ ভেন্যুতে। ১৮ নভেম্বর মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য তাই আফগানিস্তান বাংলাদেশের কিংস অ্যারেনাকে পছন্দ করে।
নিজেদের ইচ্ছের কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানায় আফগানিস্তান। বাফুফের মাধ্যমে কিংস অ্যারেনা কর্তৃপক্ষও সমর্থন দেয়। ফলে ১৮ নভেম্বর কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। একই দিন হোম ফুটবলে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।
জাতীয় স্টেডিয়ামে হামজা-ফাহামিদুলরা খেলবেন ভারতের বিপক্ষে। একই সময়ে শহরের ভেন্যুতে এশিয়ার আরো দুই দেশও মুখোমুখি হবে। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের দু’টি ম্যাচ এক দিনে হবে ঢাকায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০