স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বোলাররা অলআউট করতে পারেননি আফগানিস্তানকে। রহমানুল্লাহ গুরবাজ আর মোহাম্মদ নবীর ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
আগে ব্যাট করা আফগানিস্তান ৯ উইকেটে তুলেছে ১৫১ রান। ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান উদ্বোধনী জুটিতে তুলে ২৫ রান। ইব্রাহিম জর্দানকে ১৫ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙান নাসুম। প্রথম উইকেট হারানোর পরই আফগানিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। পরপর দুই উইকেট তুলে নেয় টাইগাররা। ৩১ রানেই তিন উইকেট হারানো আফগানিস্তান অর্ধ শতকের আগেই হারায় চার উইকেট।
তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর ব্যাটে চ্যালেঞ্জিং পূঁজি পায় আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন গুরবাজ। তিন ছক্কা ও দুই চারে ৩১ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। চার ছক্কা ও এক চারে ২৫ বলে ৩৮ রান করেন নবী। ১৮ রান আসে আজমতউল্লা ওমরজাইয়ের ব্যাট থেকে। ১৭ রানে অপরাজিত থাকেন আশরাফ।
বাংলাদেশের হয়ে তানজীম সাকিব ও রিশাদ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০