স্পোর্টস ডেস্কঃ ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে দুঃসংবাদ শুনল শ্রীলঙ্কা ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ থাকবেন তিনি। আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ককে।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ‘নো বল’ না দেওয়ায় খেপে গিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন হাসারাঙ্গা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আম্পায়ারকে ‘অন্য কাজ’ও খুঁজতে বলেছিলেন তিনি। সেই জেরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এই অলরাউন্ডার।
নিষিদ্ধ হওয়ায় আগামী মাসে বাংলাদেশ সফরের প্রথম দুটি টি-টোয়েন্টিতে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অবশ্য এখনো বাংলাদেশ সফরের দল ঘোষণা করেনি তারা। আগামী ৪ ও ৬ মার্চ টি-টোয়েন্টি দুটিতে খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা। এদিকে লঙ্কান এই তারকা ক্রিকেটার শুধু আম্পায়ারের সমালোচনার কারণেই এই শাস্তি পাননি। গত ২৪ মাসে ডিমেরিট পয়েন্ট ৫ হয়ে যাওয়াতেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন হাসারাঙ্গা।
আম্পায়ারের সমালোচনার জেরে ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হাসারাঙ্গা, ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও দিতে হবে তাঁকে। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন হাসারাঙ্গা। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post