স্পোর্টস ডেস্ক:: একদম শেষ মূহুর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের বয়কট করায় ‘লটারি’ ভাগ্যের মতো সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাছাই পর্ব পেরুতে না পারা দলটি শেষ মূহুর্তে এসে অংশ নিচ্ছে টি-২০ বিশ্বকাপে। তবে এমন পরিস্থিতিতে বিশ্বকাপ অংশ নিতে গিয়ে কিছুটা দুঃখ হচ্ছে স্কটল্যান্ডের।
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তাদের মন খারাপ। বাংলাদেশের জায়গায় তাদের খেলতে হচ্ছে বলে টাইগার ক্রিকেটারদের জন্য দুঃখ হচ্ছে স্কটল্যান্ডের। শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।
স্কটিশদের সামনে এখন বড় চ্যালেঞ্জ সময় মতো ভিসা প্রক্রিয়া শেষ করে ভারতের বিমান ধরা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামতে হবে স্কটিশদের। এই অল্প সময়ের মধ্যে প্রস্তুুতি শেষ করা, ভারতের এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ দলটির সামনে।
বিশ্বকাপের বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহানুভূতি আছে জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই আছে। বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে।’
লিন্ডব্লেড আরও বলেন, ‘আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাইপ্রক্রিয়া আছে। কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝি, আমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল। আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































