স্পোর্টস ডেস্কঃ সবশেষ নিউজিল্যান্ড সফর শেষ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সম্পর্ক ছিন্ন করেছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট। সেই ম্যাকডরমট এবার দায়িত্ব নিয়েছেন আফগানিস্তান জাতীয় দলের। রশিদ খান, মোহাম্মদ নবিদের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিষয়টি। আসন্ন ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফর দিয়ে আফগানদের সাথে কাজ করা শুরু করবেন। তবে ঠিক কতদিনের জন্য ম্যাকডরমটের সাথে চুক্তি করেছে এসিবি, সেটা জানানো হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে ম্যাকডরমটের। বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার জাতীয় দল, এইচপিসহ বিভিন্ন বয়সভিত্তিক দলে কাজ করেছেন তিনি। ৪৩ বছর বয়সী এই কোচ কাজ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও। নিজের ২১ বছরের কাজের অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন আফগানদের সাথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post