স্পোর্টস ডেস্কঃ অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা জয়ে দিয়েই করেছে উইন্ডিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে রোববার ৩৯ রানে জিতেছে শাই হোপের দল। প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৯৭ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। দলটির চার ব্যাটসম্যান ফিফটি পান। সর্বোচ্চ ৬৬ রান করেছেন জনসন চার্লস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। দলীয় ১৪ রানেই দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মেয়ার্সকে হারায় তারা। দুই ওপেনার ব্যর্থ হলেও চার্লস ৮০ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ৭ চার ও ২ ছক্কা। অধিনায়ক শাই হোপ ৬০ বলে ৫৪ রান করেন ৬ চার ও ছক্কায়। রস্টন চেজের ৫৫ বলে ৫৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১ ছক্কা ও ৪ চারে।
সাবেক অধিনায়ক জেসন হোল্ডার ৪০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৩ ছক্কা ও চার হাঁকান তিনি। আরেক সাবেক অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৩ রান। ৩ ছক্কা ও ২ চার ছিল এই বাঁহাতি ব্যাটে। যুক্তরাষ্ট্রের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন সৌরভ নেত্রভালকর, কাইল ফিলিপ ও স্টিভেন টেইলর।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো না হলে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে লড়াই জমিয়ে তুলেন গজানন্দ সিং। মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলটি তার ব্যাটিং নৈপুণ্যের কারণে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ফেলে। ১০৯ বল মোকাবিলায় গজান্দর ১০১ রানে অপরাজিত থাকেন। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম সেঞ্চুরি এটি। ক্যারিবীয়দের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মেয়ার্স ও আলজারি জোসেফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post