নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রথম পর্বের বিপিএলে সেভাবে জ্বলে ওঠে নি অ্যালেক্স হেলসের ব্যাট। তবে সিলেটে এসেই দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন ইংলিশ এই ক্রিকেটার। রংপুর রাইডার্সের জার্সিতে আজ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন তিনি। এর আগেও বিপিএল খেলে যাওয়া এই ব্যাটার এবার খুব উপভোগ করছেন বলে জানিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করে সিলেট। রান তাড়ায় অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পায় রংপুর। আসরে সিলেটের বিপক্ষে এটি তাদের টানা দ্বিতীয় জয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করে সিলেট। রান তাড়ায় অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পায় রংপুর। আসরে সিলেটের বিপক্ষে এটি তাদের টানা দ্বিতীয় জয়।
দলকে জিতিয়ে ম্যাচ সেরা হওয়া হেলস ম্যাচ শেষে জানান বিপিএল উপভোগ করছেন। তিনি বলেন, ‘খুব উপভোগ করছি। পিচটা খুব খুব ভালো। অনেক বাউন্ডারি হাঁকিয়েছি। সাইফের সাথে পার্টনারশিপটা খুব উপভোগ করেছি। এত রান তাড়া করা যেকোনো ভেন্যুতেই বিরাট ব্যাপার। তাই আমাদের আজকের পারফরম্যান্স নিয়ে খুবই খুশি। এখানে উড়ন্ত শুরুর দরকার নেই। মাঠ ছোট, মাঝখানের ওভারগুলো থেকেও রান বের করা যায়। সাইফ আর আমি এটাই পরিকল্পনা করেছিলাম।’ বাংলাদেশের প্রশংসা করে হেলস জানান, বাংলাদেশের মাটিতে খেলতে উপভোগ করেন তিনি। ৩৬ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আসতে আমার খুব ভালো লাগে। দারুণ একটা দেশ। সবাই ক্রিকেট অনেক উপভোগ করে। প্রচুর দর্শক মাঠে আসে। এটা এমন এক জায়গা যেখানে খেলতে আমি ভীষণ উপভোগ করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০