স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের সাবেক দুই কোচ মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে ঝামেলা হয়েছিল মোহাম্মদ আমিরের। পাকিস্তানি পেসার তাই ২০২০ সালের ডিসেম্বরে মাত্র ২৮ বছর বয়সে অবসরের আচমকা সিদ্ধান্ত নেন। এবার পিসিবির কমিটিতে পরিবর্তন আসার পর আবারও জাতীয় দলে ফিরতে চান এই পেসার। অবসর ভেঙে দলে ফিরতে প্রস্তুত এই বাঁহাতি।
এবারের বিপিএলে আমির খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ইতোমধ্যে যোগ দিয়েছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজিটিতে। আগামী ৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট। বিপিএল ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করতে মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী আমির। বিপিএল খেলার জন্য বাংলাদেশে আসার আগে নিজ দেশের মিডিয়াকে তিনি বলেন, ‘আল্লাহ চাইলে আমি আবার পাকিস্তানের হয়ে খেলব।’
৬১ ওয়ানডে, ৫০ টি-টোয়েন্টি আর ৩৬ টেস্ট মিলিয়ে ২৫৯ উইকেট নিয়েছেন আমির। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতানোর অন্যতম নায়ক তিনি। ফাইনালে ভারতের শক্তিশালী টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছিলেন। তাঁর অবসরের পর আর কোনো বড় শিরোপা জিততে পারেনি পাকিস্তান। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয়েছে পাকিস্তানের। এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে দলটি।
পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আমিরের। এহসানের অধীনে থাকা পিসিবির নির্বাচক প্যানেলের সঙ্গেও সমস্যা ছিল তার। এরপর রমিজ রাজা দায়িত্ব নেয়ার পর তার কমিটির সঙ্গেও শীতল সম্পর্ক ছিল আমিরের। এবার পিসিবিতে পছন্দের নাজাম শেঠি চেয়ারম্যান হিসেবে আসার পর আবারও আশার আলো দেখছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post