নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার অনেক আগেই শ্রীলঙ্কা সিরিজের দল দেওয়া হয়। তবে জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিদ তামিমদের মতো অনেক পারফর্মারই জায়গা পাননি দলে। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলে।
সেই আলোচনায় কিছুটা প্রলেপ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাকে মূলত বদলি হিসেবে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। তবে ইনজুরি, নিষেধাজ্ঞা থেকে ফিরে বিপিএল মাতানো এই ক্রিকেটার অভিষেক হওয়ার আগেই ছিটকে গেছেন জাতীয় দল থেকে। আঙ্গুলে চোট পাওয়ায় খেলা হচ্ছে না আলিসের।
আর তাই আলিসের বদলি ক্রিকেটার নিয়েছে বিসিবি। বাংলাদেশ দলে ডাক পেয়েছেন জাকের আলি অনিক। আনুষ্ঠানিকভাবে অনিকের দলে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে বিসিবি।
নিজের পারফরম্যান্সের পুরষ্কারই পেলেন এই ক্রিকেটার। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে লোয়ার মিডল অর্ডারে ৯৯.৫ গড় আর ১৪১.১৩ স্ট্রাইক রেটে ব্যাট করে ১৯৯ রান করেছেন অনিক। ফিনিশিং রোলে কুমিল্লার ভরসা ছিলেন তিনি। কোচ সালাউদ্দিনসহ সবাই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। পাওয়ার হিটিংয়ের সেই ব্যাটিং কাজে লাগিয়ে এবার জাতীয় দলে নিজেকে পোক্ত করতে পারেন কিনা অনিক সেটিই দেখার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post