স্পোর্টস ডেস্ক:: সংযুক্ত আরব-আমিরাত সফরে গিয়ে বিমানবন্দরে তিনদিন আটকা ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পরিবার, বিসিবি সবার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো তাদের। উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা।
সিরিজ খেলতে দুবাইয়ে গিয়ে দুই ক্রিকেটারের বিমানবন্দরে আটকা পড়ার খবর দিয়েছে দেশের একটি শীর্ষ দৈনিক। তারা জানিয়েছে, দলের সঙ্গে দুবাইয়ে গিয়ে ইমিগ্রেশনে আটকা পড়েন রিশাদ ও নাহিদ। টিক কি কারণে তাদের আটক করা হয়ে সেটি অবশ্য জানা যায়নি।
তিনদিন পরিবার ও বিসিবির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এই দুই ক্রিকেটার। আরব-আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে অবশেষে তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাকিস্তান থেকে ফেরার সময় তাদের ভিসায় বা প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১৪ মে দুই ধাপে বিভক্ত হয়ে ইউএইতে যায় বাংলাদেশ দল। প্রথম ধাপেই দেশ ছাড়েন রিশাদ ও নাহিদসহ অন্যরা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ওই গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রথমে পরিস্কার হতে পারছিলাম না। তারে ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন। আমরা তো বিসিবি থেকে ভিসা করেছি ঠিকঠাক। আমরা ধারণা করছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে। তাদের এখন কোনো জটিলতা নেই। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা গতকাল রাতে ঠিক হয়েছে।’ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার সময়ে রিশাদ ও নাহিদের ট্রানজিট ভিসা ছিল বলে ধারণা করা হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০