স্পোর্টস ডেস্কঃ ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হুলিয়ান আলভারেজ। আসরে ৪ গোল করে দলকে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা এনে দিতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড। এরপর একই মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ জিতেন এই আর্জেন্টাইন। এবার চ্যাম্পিয়নস লিগও জিতে গেলো তাঁর দল।
ইন্টার মিলানকে গতরাতে ১-০ গোলে হারিয়েছে সিটি। তাতে বিশ্ব রেকর্ড হয়ে গেলো আর্জেন্টাইন তরুণ তারকা আলভারেজের। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ এবং ট্রেবল জয়ের কীর্তি গড়লেন তিনি। চ্যাম্পিয়নস লিগ জিতে আরেকটি গৌরবের তালিকায় নামও লেখালেন আলভারেজ। একই মৌসুমে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী দশম খেলোয়াড় তিনি।
১৯৭৪ সালে পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার পর এই ছয় ফুটবলার বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছিলেন ইউরোপিয়ান কাপ। তারা হলেন সেপ মেয়ার, হানস-গিয়োর্গ শোয়ারজেনবেক, পল ব্রাইটনার, জার্ড মুলার, বেকেনবাওয়ার ও উলি হোয়েনেস। ১৯৯৮ সালে এই গৌরব অর্জন করেন ফ্রান্সের ক্রিস্টিয়ান কারেম্বু। বিশ্বকাপ জয়ের বছরই রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রবার্তো কার্লোস একই বছর ইউরোপ সেরার শিরোপা জিতেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। সবশেষ ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা রাফায়েল ভারান ইউরোপ সেরা হয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post