স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে শ্রীলঙ্কা দল। তবে আসরের শুরুতেই ইনজুরি দেখা দিয়েছে লঙ্কান শিবিরে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো চোট বা ছিটকে যাওয়ার খবর না আসলেও, বেশ কয়েকজনকে নিয়েই শঙ্কা আছে।
যার ফলে এই দলের বহরের সঙ্গে আরও তিনজন স্ট্যান্ড বাই ক্রিকেটার যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আনুষ্ঠানিকভাবে এসএলসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
দলে ডাক পাওয়া সেই তিন ক্রিকেটার হলেন দিলশান মদুশঙ্কা, দুনিথ ওয়েলালাগে এবং সাহান আরাচিগে। খুব শীঘ্রই তারা জিম্বাবুয়ের বিমানে চড়বেন। কেউ চোটে ছিটকে পড়লে, দলের সাথে দ্রুতই যোগ দিতে পারবেন।
ইতিমধ্যে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে শ্রীলঙ্কা। যেখানে প্রত্যাশিতভাবেই সংযুক্ত আরব আমিরাতকে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছে দলটি। আগামী ২৩ জুন দলটির দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ওমান। যারা কিনা সোমবার আয়ারল্যান্ডকে হারিয়ে বড় চমক দিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post